বিনোদন ডেস্ক

২০ জুন, ২০১৮ ০১:২৪

ঈদের বিশেষ নাটক “বরিশাল বনাম চিটাগাং”

নেপালে চিত্রায়িত বিশেষ নাটক ‘বরিশাল বনাম চিটাগাং’। নাটকটি  রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকটিতে অভিনয় করেছেন জোভান, প্রসূন আজাদ, তানভীর, আসিফ নজরুল প্রমূখ। ঈদের ৫ম দিন রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।

গল্পে দেখা যায় , মানিক-রতন দুই বন্ধু, ঢাকাতেই থাকে। একজনের বাড়ী বরিশাল অপরজন চিটাগাং। দু’জনে মিলে ঠিক করে তারা নেপালে বেড়াতে যাবে। যদিও মানিক দু’একবার নেপালে এসেছে। পরিকল্পনা মতো তারা নেপালে চলেও আসে। কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ রতন হারিয়ে যায়।

মানিক কোন ভাবেই রতনকে খুঁজে পায় না। পথিমধ্যে ঘটে ভিন্ন এক ঘটনা। এক ছিনতাইকারী বাঙালী এক রমনীর ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল। সেই ছিনতাইকৃত ব্যাগটি মানিক উদ্ধার করে রমনীর হাতে তুলে দেয়। তাদের মধ্যে একটি সখ্যতা গড়ে ওঠে। অপর দিকে ঐ একই রমনীর সাথে কোন এক মুহুর্তে রতনের সাথে দেখা হয়। দু’জনে যেহেতু বাঙালী তাই অনেক আলাপচারিতার মধ্যে একটি অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে। যেটি পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়।

একদিকে মানিকের সাথে অপরদিকে রতনের সাথে সমান্তরালভাবে মেয়েটি ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। কে পাবে মেয়েটিকে ? এ নিয়ে দু’বন্ধুর মধ্যে চলতে থাকে তুমুল দ্বন্দ্ব। কার জয় হবে বরিশাল এর নাকি চিটাগাং এর? এমন সব মজার ঘটনা নিয়ে চলতে থাকে বরিশাল বনাম চিটাগাং নাটকের গল্প।

আপনার মন্তব্য

আলোচিত