বিনোদন ডেস্ক

১০ জুলাই, ২০১৮ ১৮:০২

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্র ‘চল যাই’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী (১৫ আগস্ট)  উপলক্ষে আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘চল যাই’।

বঙ্গবন্ধুর একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত এই ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এন ইনিশিয়েটিভ প্রযোজিত ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাঢোল।

অভিনেতা মিলন জানান, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘চল যাই’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে মিলনের মন্তব্য এমন, তার চরিত্রটি দর্শকদের ভাবাবে।  
খালিদ মাহবুব তূর্য্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। মিলন ছাড়াও এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ আরও অনেকে।

নির্মাতা জানান, বড়পর্দায় মুক্তি প্রতীক্ষিত ‘চল যাই’-এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে আসবে এর ট্রেলার ও গান।

আপনার মন্তব্য

আলোচিত