সিলেটটুডে ডেস্ক

২০ জুলাই, ২০১৮ ১৩:০৭

ফাঁদে পড়ে সিনেমার কাজ হারান সৌমিলি

কাস্টিং কাউচের ফাঁদে পড়ে সিনেমার কাজ হারাতে হয়েছে ভারতীয় অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে।

দীর্ঘ পাঁচ বছর পর টেলিভিশন ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ' দিয়ে পর্দায় ফেরা এই অভিনেত্রী আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

তিনি বলেন, কাস্টিং কাউচ ফেস করেছি। সে জন্য কিছু বড় ব্যানারের ছবি চলে গিয়েছে।

সৌমিলি বলেন, কখনও সরাসরি কেউ কিছু বলেননি। হয়তো কেউ বলেছে, না এটা কর না। তা হলে হবে। কিন্তু সেটা তো আমি করতে পারব না।

এই অভিনেত্রী বলেন, ২০ বছরে ইন্ডাস্ট্রিতে হয়তো কম কাজ করেছি। কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কোনোদিন কিছু বলতে পারেনি। এটা নিয়ে আমি মাথা উঁচু করে থেকেছি।

কাজ থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই ডিপ্রেশন এসেছিল। এটা তো লুকিয়ে লাভ নেই। আমার পরিবারকে ধন্যবাদ দেব। আমার হাজব্যান্ড খুব ভাল বন্ধু। আমাকে ক্রমাগত সাপোর্ট করে গিয়েছে।

সৌমিলি বলেন, বাবা-মা বুঝিয়েছে। বলত, হয় পলিটিক্সে ঢোক, বোঝ, কর। আর না পারলে দুঃখ করো না। যেটুকু মাথা উঁচু করে করতে পারছ, সেটুকুই থাক।

এই মুহূর্তের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘লোকনাথ'-এর পাশাপাশি নাচের স্কুল চলছে, অ্যাঙ্কারিং চলছে। আর একটা মেগার অফার এসেছিল। কিন্তু একসঙ্গে অনেকগুলোতে জাগলিং করতে পারি না আমি।

আপনার মন্তব্য

আলোচিত