বিনোদন ডেস্ক

২৫ জুলাই, ২০১৮ ২৩:৫০

হাসপাতালে মিতা হক

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার মেয়ে ফারহিন খান জয়িতা।

গত ১৯ জুলাই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মিতা হক। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি কিডনি ডায়ালাইসিস করতেন।

অবস্থা বেশ গুরুতর হওয়ায় কয়েকদিন তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তার মেয়ে ফারহিন খান জয়িতা জানান, মিতা হকের অবস্থা এখন কিছুটা ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

জয়িতা বলেন, ‌‌‌‘২৩ জুলাই মাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। এখন অবস্থাটা কিছুটা ভালো। সব মিলিয়ে মা ক্রিটিকাল অবস্থায় ছিলেন। চিকিৎসকরা বলছেন, এটি কাটিয়ে উঠতে সময় লাগবে।’

দেশবরেণ্য সংগীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী।

এছাড়াও মিতা হক বিভিন্ন সময়ে জাতীয় রবীন্দ্র সম্মিলন, ছায়ানটসহ বেশ কিছু সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

আপনার মন্তব্য

আলোচিত