বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪২

গানের টাকা স্কুলে দান করলেন ফারিয়া

চলতি বছর ২৬ এপ্রিল সবার সঙ্গে পরিচয় ঘটে গায়িকা নুসরাত ফারিয়ার। প্রকাশ পায় তার গাওয়া প্রথম গান-ভিডিও ‘পটাকা’।

অনেকটা শখের বশে গানটি গাইলেও এর পেছনে ছিল তার মহৎ একটি উদ্দেশ্য। এটি প্রকাশের সময়ই ফারিয়া জানিয়েছিলেন, ‘পটাকা’ থেকে প্রাপ্ত লভ্যাংশের ১০ ভাগ দেবেন শিক্ষার্থীদের জন্য, একটি স্কুলের ফান্ডে।

কথা রেখেছেন দুই বাংলার চলচ্চিত্রমুখ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গান থেকে পাওয়া লভ্যাংশ ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন তিনি।

ফারিয়া বললেন, ‘আমার মনে হয় এটা তাদের জন্য জরুরি ছিল। টাকার পরিমাণটা উল্লেখ করতে চাচ্ছি না। তবে এটা তাদের বেশ কাজে আসবে বলেই আমার মনে হয়। সবচেয়ে বড় বিষয়, তাদের মুখে আজও আমি অন্যরকম হাসি দেখেছি। এটাই বড় প্রশান্তির বিষয়।’

ফারিয়া জানান, এ সময় উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা লে. জে. এম হারুনুর রশীদ।

স্কুলটি প্রসঙ্গে ফারিয়া বললেন, ‘এটি আমাদের পারিবারিক স্কুলের মতো। মানে আমার পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত। রাইমনি গ্রামে কোনও স্কুল ছিল না। সেই অভাব থেকে চার বছর আগে এটি প্রতিষ্ঠা করা হয়।’

‘পটাকা’ গানটির গাওয়ার পাশাপাশি এটির ভিডিও পরিকল্পনা করেন ফারিয়া নিজেই। এর কথা লিখেছেন রাকিব রাহুল। সুর-সংগীত করেছেন প্রীতম হাসান।

গানের ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনা আছেন  ভারতের পরিচালক বাবা যাদব। এটি সিএমভি থেকে প্রকাশিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত