সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৮ ১১:১৩

ভোট চাইলেন ঐশী

চীনের সানাইয়া শহরে বসেছে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার। সম্প্রতি এক ভিডিওবার্তায় ঐশী সে কথাই জানালেন।

ঐশীর অনুরোধ- ‘এই সময়ে আমার অনেক ভোট প্রয়োজন। প্লিজ, আমাকে ভোট করুন। ভোট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব পেয়েছেন ঐশী। তিনি এখন বিশ্বসুন্দরী হওয়ার দৌড়ে।

১৮ বছর বয়সী ঐশী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

ভিডিওতে ঐশী আরও বলেন, ‘সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাকে এত ভালোবাসার জন্য; সমর্থনের জন্য। সোশ্যাল মিডিয়ায় আপনাদের অনেক সমর্থন পাচ্ছি; আমি খুবই খুশি। এবার আরেকটু বেশি সক্রিয় হতে হবে। আমাকে ভোট করতে হবে।’

ভিডিওবার্তায় তাকে ভোট দেয়ার নিয়মও বাতলে দিয়েছেন মিস বাংলাদেশ। তিনি জানান, তাকে ভোট করতে মোবস্টার নামে একটি অ্যাপ ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর তার অ্যাকাউন্টকে ফলো করে তার পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ার করতে হবে।

এর আগে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ২০১৭ সালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম।

৮ ডিসেম্বর চূড়ান্ত অনুষ্ঠানে সেরা সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত