উত্তম কাব্য

০৪ ডিসেম্বর, ২০১৮ ০১:৪১

‘শুধু কি আমরাই পুড়ছি, দেশ পোড়ে নাই?’

গত ৩০ নভেম্বর শুক্রবার দেশের মোট ৪৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নতুন সিনেমা 'দহন'। সিলেটের নন্দিতা সিনেমা হলেও চলছে আলোচিত এ সিনেমা।

ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টি মিডিয়া। সিয়াম ও পূজা চেরি অভিনীত এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

ছবিটিতে বাংলাদেশের ২০১৩-১৪ এর রাজনৈতিক অবস্থার কিছুটা আভাস পাওয়া যায়। ক্ষমতায় যাওয়ার জন্যে মানুষ কত কিছুই না করে। বাসে ট্রেনে গাড়িতে পেট্রোল বোমা ছাড়ে। সেই আগুনে কখনো পুড়ে মরে তারই আপনজন। ছবিটিতে বর্তমান তরুণ সমাজ যে মাদকের দিকে কতটা আসক্ত হচ্ছে তাও তুলে ধরা হয়েছে।

ছবিটিতে মাদকাসক্তের ভূমিকায় অভিনয় করেন সিয়াম। পূজাকে দেখা যায় গার্মেন্টস শ্রমিকের চরিত্রের ভূমিকায় অভিনয় করতে।মম ছিলেন সাংবাদিক চরিত্রে।

ছবিটিতে আরো অভিনয় করেন তারিখ আনাম খান,ফজলুর রহমান বাবু,সুষমা সরকার,রাজ রিপা,মুনিরা মিঠু,শিমুল খান প্রমুখ।

ছবিটির সুর ও সংগীত করেন- ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও কলকাতার আকাশ সেন।

নন্দিতা সিনেমা হলে ছবিটি দেখতে আসা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল খলিলুর রহমান বলেন, দহনে একটা গল্প আছে। অন্তর্দহনে পোড়া  চরিত্রে সিয়াম সেরা অভিনয় করেছে। সমসাময়িক একটি গল্পকে বেছে নিয়েছেন পরিচালক। চলচ্চিত্রের মাধ্যমে রাজনীতিবিদদের নোংরামির বিরুদ্ধে একটা প্রতিবাদ বলা যায়।

নন্দিতা সিনেমা হলের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ জানান, শুক্রবার অনেকেই ছবিটি দেখতে এসেছে। এর পর থেকে হাউজফুল না হলেও দুপুর ও সন্ধ্যার শোতে দর্শক বেশী হচ্ছে । ছবিটি আপাতত বৃহস্পতিবার পর্যন্ত চলবে। দর্শকদের চাহিদা থাকলে তা আরো বাড়তেও পারে।

সিনেমাটি দেখতে আসা পার্কভিউ মেডিকেল কলেজের শিক্ষার্থী রেদওয়ানা তাবাসসুম বলেন, এমন একটা গল্প বাংলাদেশে সিনেমা হবে, ভাবি নি। কত গুলো মানুষের টুকরো টুকরো গল্পকে একসাথে জুড়ে দিলেন পরিচালক! শেষের দিকের পূজার একটা সংলাপ কানে বাজে- "শুধু কি আমরাই পুড়ছি? দেশের মানুষ পুড়ে নাই? দেশ পুড়ে নাই!"

ছবিতে প্রেম আছে, বাস্তবতা আছে, আবেগ আছে, কান্না আছে।

উল্লেখ্য, সিলেটের তালতলায় অবস্থিত নন্দিতা সিনেমা হলে প্রতিদিন সকাল সাড়ে ১১টা, দুপুর ৩টা, সন্ধ্যে ৬টা ও রাত ৯টায় শো শুরু হয়।

আপনার মন্তব্য

আলোচিত