বিনোদন ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৪

রণবীরের সঙ্গে প্রেম ভাঙায় লাভবান ক্যাটরিনা!

দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বিবাহোত্তর সংবর্ধনায় গিয়ে সবাইকে চমকে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। শ্বেতরঙা শাড়ি পরে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এই বলিউড তারকা। চলতি মাসের ‘ভোগ’ ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন তিনি।

শুধু কি তাই? অবগুণ্ঠন খুলে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন প্রচ্ছদ প্রতিবেদনে। জানিয়েছেন, রণবীরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় কীভাবে লাভবান হয়েছেন তিনি।

দুই বছর হলো রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ভেঙেছে। এরপর থেকে একাকী জীবন কাটছে এই তারকার। একজন একাকী নারীকে নিয়েও কত-না আলোচনা-সমালোচনা হয়! সেসব নিয়ে আক্ষেপ আছে ক্যাটরিনার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সম্পর্ক ভেঙে যাওয়ায় নিজের দিকে নজর দিতে শিখেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘দেখার মতো কেউ থাকলে আমরা তাঁর জন্যই ব্যস্ত হয়ে পড়ি। সেটাই হয়তো স্বাভাবিক। ওই মানুষটির আনন্দ-বেদনা নিয়ে আমরা একটু বেশি দায়িত্বশীল হয়ে পড়ি। নিজেদের দিকে তাকানোরও সময় পাই না।’

প্রেম ভেঙে তাহলে লাভ হয়েছে ক্যাটরিনার। কিন্তু কীভাবে? তিনি বলেন, ‘জীবনে প্রথম আমি নিজের দিকে তাকানোর সময় পেয়েছি। যখন আপনি নিজের প্রতি মনোযোগী হবেন, শুরুতে দেখবেন আপনি আসলে নিজেকে চেনেনই না। এ অবস্থায় নিজের দিকে তাকালে আপনার একটা অস্বস্তিকর অনুভূতি হবে। আমারও তাই হয়েছিল।’

দীর্ঘশ্বাস ফেলে ক্যাটরিনা বলেন, ‘সম্পর্কচ্ছেদ হওয়াটাকে আমি এখন আশীর্বাদ হিসেবে দেখি। কারণ, এখন আমি আমার বাবা-মাকে সময় দিতে পারছি, চিন্তা করার সময় পাচ্ছি। মোট কথা, জীবন নিয়ে অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। এখন আমি একেবারেই অন্য এক প্রেক্ষাপট থেকে জীবনকে দেখতে পারছি।’

নি:সঙ্গতা নিয়ে কোনো দু:খবোধ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একেবারেই নেই। নিঃসঙ্গতা হচ্ছে দুনিয়ার সবচেয়ে অর্থহীন অনুভূতি। কেননা একা থাকলে আপনি জীবনের জন্য যে সিদ্ধান্তটা নেবেন, সেটিই হবে সেরা সিদ্ধান্ত। আমার এত দিনে বোধোদয় হয়েছে।’

চুপচাপ বসে থাকার মানুষ নন ক্যাটরিনা। একের পর এক কাজ নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। চলতি মাসের ২১ তারিখ মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি ‘জিরো’, সেখানে অভিনয় করেছেন তিনিও। এ ছাড়া সালমান খানের ‘ভারত’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আগামী বছরের ঈদে মুক্তি পাবে সেই ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার মন্তব্য

আলোচিত