বিনোদন ডেস্ক

২৪ জুলাই, ২০১৫ ২৩:২৯

৩০ জুলাই থেকে সিলেটে শুরু হচ্ছে ‘বৃহন্নলা’র প্রদর্শনী

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে আগামি ৩০ জুলাই থেকে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হচ্ছে চলচ্চিত্রকার মুরাদ পারভেজ নির্মিত চলচ্চিত্র "বৃহন্নলা"র ৩দিন ব্যাপী প্রদর্শনী। ইতোমধ্যে এই ছবিটি আন্তর্জাতিক পুরস্কারও জিতে নিয়েছে।

মানুষের সম্পর্কের গতিপ্রকৃতি রাজনৈতিক লাভালাভের প্রতিক্রিয়ায় বদলে যায়, মানবিক সম্পর্কের দেয়াল ধ্বসে পড়ে, সবকিছুর পরেও মানুষের স্বার্থপরাতাই শেষ কথা নয় ; এমন মানবিক দ্বন্দ্বের ভেতর দিয়ে নতুন সমাজের আশা জাগানিয়া দারুন উপভোগ্য চলচ্চিত্র "বৃহন্নলা"।
ইতোমধ্যে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত চলচ্চিত্রটি দেশেবিদেশে বেশ প্রশংসা পেয়েছে। ইতালির ভেনিস শহরে অনুষ্ঠিত ''আ ফিল্ম ফর পিচ'' চলচ্চিত্র উৎসবে গত ১২ জুলাই প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার জিতে নেয় "বৃহন্নলা "।

এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, দিলারা জামান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, ঝুনা চৌধুরী, এস কে ফিরোজ, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

স্বাধীনধারার চলচ্চিত্র প্রয়াসকে শক্তিশালী করতে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি নিয়মিত দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনীরর আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ৩দিনব্যাপী "বৃহন্নলা "র এই প্রদর্শনী। আগামি ৩০, ৩১ জুলাই এবং ১আগস্ট প্রতিদিন সকাল ১০:৩০, বিকাল ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী চলবে।

এতে নির্মাতা মুরাদ পারভেজ, অভিনেতা ফেরদৌস ও সোহানা সাবা উপস্থিত থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত