সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:১৩

সুরকার আলাউদ্দিনের চিকিৎসায় ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

অসুস্থ সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিৎসায় ২৫ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে শেখ হাসিনার কাছ থেকে আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি আলাউদ্দিন অনুদানের চেক নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২২ জানুয়ারি আলাউদ্দিন আলীকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আলাউদ্দিন আলীর মেয়ে কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন সেদিন বলেছিলেন, কার্ডিয়াক অ্যারেস্টের পর তাৎক্ষণিকভাবে তার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

রক্তচাপ কমে যাওয়ায় তার রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল। এছাড়া ফুসফুসে সমস্যা ছাড়াও রক্তে সংক্রমণ এবং নিউমোনিয়াও আছে এই সুরকারের।

ডা. দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগীতশিল্পী আকবর আলী গাজীর চিকিৎসার জন্যও ২০ রাখ টাকা দিয়েছেন।

এছাড়া নানা রোগে আক্রান্ত বদিউজ্জামান সর্দার এবং মানসিক রোগে আক্রান্ত তার এক ছেলের চিকিৎসার জন্য ৫০ রাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসাবে দেওয়া হয়।

রাজবাড়ীর খন্দকার কানিজ ফাতেমার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত