বিনোদন ডেস্ক

৩১ জুলাই, ২০১৫ ১৩:৪৪

৪০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে 'বাজরাঙ্গি ভাইজান'

মুক্তির ক'দিনেই মধ্যেই আয়ের ক্ষেত্রে অনন্য রেকর্ডের পথে হাঁটছে সাল্লু মিয়ার 'বাজরাঙ্গি ভাইজান'। কেবল ভারতেই ২৬৬ কোটি রুপি আয় করে নেয়ার পর এখন বিশ্বব্যাপী ৪০০ কোটি আয়ের পথে এগুচ্ছে সিনেমাটি ।

কাবির খান পরিচালিত সিনেমাটি ১৭ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই বক্স-অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। পাশের দেশ পাকিস্তানসহ আন্তর্জাতিক বাজারে দারুণ ব্যবসা করছে সিনেমাটি।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে, শুক্রবার (২৪ জুলাই): ১২ কোটি ৮০ লাখ, শনিবার (২৫ জুলাই): ১৯ কোটি ২৫ লাখ, রবিবার (২৬ জুলাই): ২৪ কোটি ৫ লাখ, সোমবার (২৭ জুলাই): ৯ কোটি ৩০ লাখ, মঙ্গলবার (২৮ জুলাই): ৯ কোটি ১০ লাখ, বুধবার (২৯ জুলাই): ৭ কোটি ১০ লাখ।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করে সিনেমাটির আয়ের এ হিসাবের কথা জানান।

ভারতের বাইরে সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ১২৮ কোটি রুপি। ফলে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাড়িয়েছে ৩৯৪ কোটি রুপি। আর তাই বিশ্লেষকদের ধারনা, দ্বিতীয় সপ্তাহান্তেই ৪০০ কোটির মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি।

তারান আদার্শ আরও টুইট করেন, সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমার তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছে সালমানের 'বাজরাঙ্গি ভাইজান'। দ্বিতীয় ও প্রথম স্থানে যথাক্রমে রয়েছে আমির খান অভিনীত 'ধুম থ্রি' এবং 'পিকে'।

আপনার মন্তব্য

আলোচিত