বিনোদন ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:৫৮

শোকে স্তব্দ শোবিজ তারকারা, নতুন ঢাকা গড়ার আহ্বান

চকবাজার ট্র্যাজিডি

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। শহীদ দিবসে এমন ভয়াবহ ঘটনায় পুরো দেশ ও জাতি শোকাহত। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ অনেকেই শোক জানিয়েছেন। শোক জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারাকারাও।

চকবাজারে ভয়াবহ এ ঘটনায় ফেসবুকে শোক জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান চিত্রনায়িকা নিপুন। পুরান ঢাকাকে নতুন ঢাকা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে তিনি লিখেন, চকবাজারের সকল দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকজন আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবে।

চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমরা স্বব্ধ, আমরা শোকাহত।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শোক জানিয়ে তার ফেসবুকে লিখেন, সারারাত ঘুমাতে পারিনি। আগুনে পুড়ে ৭০ জন মানুষের মৃত্যু। এ তালিকা বাড়ছে আরও। জীবন কতটা অনিরাপদ আমাদের। মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। ঢাকার চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি রইল সমবেদনা। আমাদের উচিত রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। জীবন নিরাপদ হোক...।

এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া শোক জানিয়েছেন। নিজের ফেসবুকে তিনি লিখেন, কেবল আগুণে পুড়ে মারা গেলেন ৭০টি তাজা প্রাণ! আরও নাকি বাড়ছে! প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা। টিভিতে স্বজনদের আহাজারি দেখে কান্না সামলে রাখতে পারছি না। কেন এমন হয়? মানুষের কেন এমন নিষ্ঠুর মৃত্যু হবে? একদিনে এ দুর্ঘটনায় কত মানুষের জীবন গেল। স্বজন হারানোর এ ক্ষতি কীভাবে পূরণ হবে? চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসা হোক।

উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।

আপনার মন্তব্য

আলোচিত