বিনোদন ডেস্ক

২৪ মার্চ, ২০১৯ ০১:৪০

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একসাথে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর

চলচ্চিত্রে এ পর্যন্ত কতগুলো দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা তার হিসাব নেই দুজনের কারো কাছেই। তবে বাংলাদেশ বেতারের কোনো গানে আগে কখনো দ্বৈত কণ্ঠ দেননি সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। গানের এই জুটিকে দিয়ে সে কাজটি করিয়ে নিলেন সুরকার-সংগীত পরিচালক ফরিদ আহমেদ। ২১ মার্চ ফেরদৌস হোসেন ভূঁইয়ার লেখা ‘আমাদেরও আছে সম-অধিকার’ গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গেয়েছেন তিনটি ভাষায়—গারো, হাজং ও বাংলা।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে নিয়ে। বাংলাদেশ বেতার মহৎ একটা উদ্যোগ নিয়েছে। ইচ্ছা হলো আমিও এতে শামিল হই। ফরিদের সুর ও সংগীত বরাবরই ভালো। গারো ও হাজং ভাষায় গাইতে বেশ লেগেছে। এখন তো নিয়মিত গান করি না। পছন্দ না হলে তো নয়ই।’

এন্ড্রু কিশোর বলেন, ‘সাবিনা আপার মতো আমিও গান ভালো না হলে তাতে কণ্ঠ দেই না। এমনকি বিশেষ অনুরোধও রক্ষা করি না। হোয়াটসঅ্যাপে ফরিদের পাঠানো গানটির খসড়া শুনেই ভালো লেগেছিল। সাবিনা আপার সঙ্গে বেতারের জন্য আগে কখনো গাইনি। ভাবলাম সেটাও এই সুযোগে হয়ে যাক।’

ফরিদ আহমেদ বলেন, ‘গানটির সুরে গণসংগীতের পাশাপাশি আধুনিকতা রেখেছি যেন এই সময়ের শ্রোতারাও পছন্দ করে। সাবিনা আপা এবং এন্ড্রু দাদা দারুণ গেয়েছেন।’

আসছে ১ এপ্রিল থেকে পরের বছরের ১ এপ্রিল পর্যন্ত প্রতি সোমবার বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে গানটি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে অনুষ্ঠান ‘আমাদের কণ্ঠ’তে।

আপনার মন্তব্য

আলোচিত