নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০১৯ ১৮:২৯

বৃহস্পতিবার থেকে সিলেটে ‘ফাগুন হাওয়ায়’

বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে সিলেটে প্রদর্শিত হবে ভাষা আন্দোলনের ওপর নির্মিত তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’।

সিলেট চলচ্চিত্র সংসদের আয়োজনে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত এই চলচ্চিত্রের প্রদর্শনী চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

জানা গেছে, তিনদিনই ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটির প্রদর্শন হবে দুপুর ৩টা, বিকেল ৫টা ৪৫ মিনিট ও রাত ৮টা ১৫ মিনিটে।

এছাড়াও শুক্রবার ও শনিবার বেলা ১১টায় এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী থাকবে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। বিশেষ প্রদর্শনীর শুভেচ্ছা মূল্য ৫০ টাকা। বিশেষ প্রদর্শনী ছাড়া অন্য সকল প্রদর্শনীতে প্রবেশপত্রের মূল্য ১০০ টাকা।

প্রদর্শনীর অগ্রিম প্রবেশপত্র ০১৭৩৩৭৫৭৬৫৪ ও ০১৭১৪৪৯৩৪২৩ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত