সিলেটটুডে ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৯ ১৯:২২

এলআরবিতে বালাম

প্রয়াত আইয়ুব বাচ্চুর ব্যান্ড দল এলআরবিতে যোগ দিয়েছেন সংগীতশিল্পী বালাম। এলআরবির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর নিউ বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ব্যান্ডের নতুন সদস্য বালামকে নিয়ে কেক কেটেছেন এলআরবি সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

‘আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট নয়, এলআরবিতে যুক্ত হলেন বালাম। তিনি গিটার বাজাবেন, গান করবেন।’ বললেন এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ। গত বছরের ১৮ অক্টোবর সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু। এরপর আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বরভাবে উদ্‌যাপন করা হয়।

শামীম আহমেদ আরও বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাই নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ব্যান্ডটিকে আমরা চালু রাখতে চেয়েছি। বাচ্চু ভাইয়ের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তার সবকিছুই আমাদের সঙ্গে আছে। তিনি আছেন, থাকবেন আমাদের মাঝে।’

বালামকে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই বালামের সঙ্গে আলোচনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আমরা সবাইকে তা জানিয়েছি।’

অনুষ্ঠানে বালাম বলেন, ‘এলআরবি একটা বড় নাম। সবার প্রিয় ব্যান্ড। আইয়ুব বাচ্চু ভাই আমাদের লিজেন্ড। সবার কাছে অনুরোধ, কেউ আমাকে আইয়ুব বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনো দিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করব এলআরবিকে সাপোর্ট দিতে। আপনাদের ভালোবাসা চাই।’

বালাম আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকে এলআরবির গান শুনেছি। চর্চা করেছি। যে ব্যান্ডের গান শুনে বড় হয়েছি, যার গিটার বাজানো দেখে মিউজিকে এসেছি, আজ সেই মানুষটা আমাদের মাঝে নেই। উল্টো তার গাওয়া গান আমাকে গাইতে হবে, বাজাতে হবে তারই ব্যান্ডের হয়ে। এটা একদিকে বড় পাওয়া, আবার অনেক চাপও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন বাচ্চু ভাইয়ের সৃষ্টিকে ধারণ করতে পারি, কণ্ঠে ও গিটারে।’

এলআরবির নতুন সদস্য বালামকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন ব্যান্ডের মাসুদ। তিনি ব্যান্ডের নতুন লাইনআপের ছবি উন্মুক্ত করেন। তিনি বললেন, ‘আইয়ুব বাচ্চু ভাইকে ছাড়া গত পাঁচ মাস আমরা অনেক কিছুই করেছি। কিন্তু বসকে ছাড়া এলআরবি চালানো অনেক বড় চ্যালেঞ্জ। ব্যান্ডের সদস্যরা বসে সিদ্ধান্ত নিয়েছি, যে ফরম্যাটে এত দিন ব্যান্ড পরিচালিত হয়েছে, সেটাই অব্যাহত রাখতে চাই।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বালাম এবার এলআরবিকে উড়িয়ে নিয়ে যাবে।’

এলআরবির বর্তমান লাইনআপ বেজ গিটার- স্বপন, গিটার- মাসুদ, ভোকাল ও গিটার- বালাম, ড্রামস-রিয়াদ এবং সাউন্ড ইঞ্জিনিয়ার-শামীম আহমেদ।

শামীম আহমেদ জানান, এবার পয়লা বৈশাখে কয়েকটি আয়োজনে গান করার সম্ভাবনা আছে এলআরবির। আশা করা যাচ্ছে, সেদিন আনুষ্ঠানিকভাবে এলআরবির সঙ্গে গান করবেন ও গিটার বাজাবেন বালাম।

অনুষ্ঠানে এলআরবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সুরকার ও সংগীত পরিচালক এবং ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীসহ আরও অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত