বিনোদন ডেস্ক

২২ আগস্ট, ২০১৫ ২০:১২

বাম নেতা ও সাংবাদিক চরিত্রে বাংলাদেশে মিঠুন

বাংলাদেশের ছেলে মিঠুন চক্রবর্তী, অথচ ঢাকার ছবিতে অভিনয় করেছেন হাতেগোণা কয়েকটিতে। ভারতে পরিচিত তিনি ‘ফাটাকেস্ট’- সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের কারণে।

নতুন খবর হলো, খুব শীঘ্রই বাংলাদেশের সিনেমা ‘জন্মভূমি’-তে অভিনয় করতে যাচ্ছেন মিঠুন। সিনেমায় তিনি অভিনয় করছেন একজন বাম নেতা ও সাংবাদিক চরিত্রে।

ছবিটি রাজনৈতিক ধারার এবং ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই সাজানো এ ছবির গল্প।

পরিচালক হাসান জাকির ও রশিদ পলাশের যৌথ প্রযোজনায় ‘জন্মভূমি’ সিনেমায় অভিনয় করবেন তিনি। পুণ্য ফিল্মের ব্যানারে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন হাসান জাকীর। ডিসেম্বরে শুরু হওয়া ‘জন্মভূমি’র শুটিং হবে বাংলাদেশ ও ভারতের ব্যাঙ্গালুরুতে।

বেশ কিছুদিন আগে হাসান জাকীর চিত্রনাট্য মিঠুন চক্রবর্তীকে পাঠানোর পর অবশেষে তিনি রাজি হয়েছেন ‘জন্মভূমি’ সিনেমায় কাজ করতে।

আপনার মন্তব্য

আলোচিত