সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ ২০:৪৫

অ্যামাজন রক্ষায় এগিয়ে এলেন লিওনার্দো ডিক্যাপ্রিও

ভয়াবহ দাবানলে পুড়ছে অ্যামাজন। সারা পৃথিবী যখন এ নিয়ে উদগ্রীব তখন এগিয়ে এলেন হলিউড তারকা  লিওনার্দো ডিক্যাপ্রিও।

অ্যামাজনের পরিবেশ রক্ষায় কাজ করার জন্য তার দাতব্য প্রতিষ্ঠান আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে ৫ মিলিয়ন ডলার দানের অঙ্গিকার করেছেন তিনি। দুই বন্ধু লরিন পাওয়েল জবস এবং ব্রিয়ান শেথকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। আর্থ অ্যালায়েন্স এই অর্থ অ্যামাজন নিয়ে কাজ করা স্থানীয় ৫টি প্রতিষ্ঠানকে দিবে বলে জানিয়েছে।

লিওনার্দো বলেন, ‘আমার প্রিয় ব্রাজিল! উঠে দাঁড়াও এবং বন উজাড়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমরা যে নিশ্বাস নিই, এর শতকরা ২০ ভাগ অক্সিজেন আসে অ্যামাজন থেকে। এই বন পৃথিবীর ফুসফুস। আমাজন পুড়ছে। কোনো আন্তর্জাতিক মিডিয়ার তেমন কোনো মাথাব্যথা নেই! কেন?’

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমা। এখন পর্যন্ত ২০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ছবিটি। ধারণা করা হচ্ছে, সিনেমাটি শেষ পর্যন্ত ৪০০ মিলিয়ন ডালার আয় করতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত