সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৫৩

সৈয়দ শামসুল হক স্মরণে প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটকের দল প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করবে ‘ঈর্ষা’ নাটক। আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটকটি। সৈয়দ শামসুল হক রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান প্রখ্যাত এই সাহিত্যিক।

নাটকটিতে অভিনয় করছেন—নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ। এ নাটকে সংলাপ রয়েছে মাত্র ৭টি এবং চরিত্র ৩টি।

নাটক প্রসঙ্গে নির্দেশক অনন্ত হিরা বলেন, ‘ঈর্ষা নামের কাব্যনাট্যে গল্প এতটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব, শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্ব, মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা। আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মূল্যবোধও। সব মিলিয়ে জীবন ও জীবন উত্তীর্ণ শিল্পের নানা প্রসঙ্গ।’

অভিনেত্রী নূনা আফরোজ বলেন, ‘ফিরে এসেছে বিষণ্ণতার মাস। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সৈয়দ শামসুল হককে হারাবার মাস। ব্যক্তি শামসুল হকের প্রস্থান হয় কিন্তু সব্যসাচী লেখক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রস্থান বা মৃত্যু নেই। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তার তুমুল উপস্থিতি অনুভব করতে হলে শিল্পকলা একাডেমিতে আসুন, দেখুন তার লেখা বাংলা নাট্য রচনা রীতিতে এক অনন্য নিরীক্ষা।’

অভিনেতা রামিজ রাজু বলেন, ‘দর্শকদের উদ্দেশ্যে বলব, একবার হলেও নাটকটি দেখে যান। কারণ এটি অদ্ভুত একটি নাটক। এটি আমার দলের প্রযোজনা কিংবা এতে আমি অভিনয় করছি এজন্য কথাগুলো বলছি না। সত্যি অসাধারণ একটি কাজ এটি।’

আপনার মন্তব্য

আলোচিত