সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৯ ১৭:৩৭

শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯

চন্দনা মজুমদারের লালনের গান ‘আর কি বসবে এমন সাধুর সাধবাজারে’ এর মাধ্যমে সুরে সুরেই ইতিটানা হলো এবছরে লোকগানের সবচেয়ে বড় আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্দা উঠেছিলো ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯ এর এবারের আসর। তিন দিনের আয়োজনের শেষ ১৬ নভেম্বর সমাপ্ত হল এ আসরের।

শিল্পীরা আশাবাদ রাখলেন আগামী বছর যেন এমন আসর আবারও বসে। সেই অপেক্ষায় থাকবেন শ্রোতারাও। সমাপনী দিনে মধ্যরাত পর্যন্ত দেখা গেল রাজধানীর আর্মি স্টেডিয়ামে শ্রোতা-দর্শকদের উপচেপড়া ভিড়।

শেষ দিনে মঞ্চ মাতিয়েছেন মালেক কাওয়াল, চন্দনা মজুমদার, পাকিস্তানের জুনুন ও রাশিয়ার সাত্তুমা।

উৎসবের প্রথমদিন পরিবেশনায় অংশ নিয়েছিলেন প্রেমা ও ভাবনা নৃত্য দল, জর্জিয়ার শেভেনেবুরেবি, শাহ্ আলম সরকার ও ভারতের দালের মেহেন্দি। দ্বিতীয় দিনে ছিলেন কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, ফকির শাহাবউদ্দিন, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহ্।

এবারে সান ফাউন্ডেশনের আয়োজনে বিশ্বের ছয়টি দেশের প্রায় দুই শতাধিক শিল্পী এ উৎসবে অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টেলিভিশন।

আপনার মন্তব্য

আলোচিত