নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০১৫ ১৯:৩৩

নগরে হঠাৎ নেমে এলো ‘আশ্চর্য মেঘদল’!

এ যেনো কালিদাসের মেঘদূত, নাকি শার্ল বোদেলেয়ার'র সেই আশ্চর্য মেঘদল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসত রহস্যময় যুবক!

তখন দুপুর ২ টা। আকাশ ফর্সা করে মেঘ নামলো সিলেট নগরে। হঠাৎ করে স্বাভাবিক উচ্চতার চেয়ে নিচে নেমে এলো মেঘ। উঁচু ভবন কিংবা গাছের ডালে ঝুলে রইলো মেঘদল।

এমন দৃশ্য পাহাড়ে দেখেই অভ‌্যস্ত পর্যটকেরা। পাহাড় গায়ে হেলান দিয়ে থাকা কার্পাস তুলোর মতো সাদা মেঘমালা দেখে কার না চোখ জুড়েয়েছে। বৃহস্পতিবার অনেকটা এমন দৃশ্যই অবলোকন করলেন সিলেট নগরবাসী।

শরতের শুভ্র আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা আচমকা নেমে এলো মানুষের নাগালের ভেতরে। যদিও খুব বেশিক্ষণ মানুষের কাছাকাছি মেঘদল। একটু পরেই বৃষ্টি নামে।

ছবি : বিনয় ভদ্র

আপনার মন্তব্য

আলোচিত