সামিউল্যাহ সমরাট

২৮ অক্টোবর, ২০১৫ ০১:১৫

হাটুরে (ছবি পোষ্ট)

যখন যান বাহনের প্রচলন খুব কম ছিল, তখন মানুষ হেঁটেই পথ চলত।

হাট বারে (যে দিনে হাট বসে) গাঁয়ের মেঠো পথ ধরে হাটের পথে যারা চলাচল করত তাদেরকে হাটুরে বলা হত।

এখন গ্রাম গঞ্জে হরেক রকম যানবাহনের ভীড়। হেঁটে পথ চলার প্রবণতা কমে গেছে একেবারে। কিছু মানুষ এখনও হেঁটে হেঁটে হাটে যায়, আসে।

ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলের কিছু হাটুরের ছবি তুলেছেন সামিউল্যাহ সমরাট

 

 

আপনার মন্তব্য

আলোচিত