নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৬ ১৫:১৪

ভূমিকম্পে কাঁপলো সিলেটও

সারাদেশের সাথে মঙ্গলবার সিলেটও কেঁপে ওঠলো ভূমিকম্পে। মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের স্থায়িত্ব ৩-৪ সেকন্ড ছিল। তবে মাত্রা তীব্র না হওয়ায় ও তুমুল বৃষ্টির কারণে এই ভূমিকম্পে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, সিলেটে মৃদু ভূমিকম্প হয়েছে বলে বিভিন্নজন জানিয়েছেন। তবে কালবৈশাখি ঝড়ের সাথে সাথে বজ্রপাত হওয়ার কারণে ভূকম্পের তীব্রতা মাপার যন্ত্রপাতি বন্ধ করে রাখা হয়েছিল। ফলে ভূমিকম্পের তীব্রতা মাপা সম্ভবপর হয়নি।

তবে ঢাকা আফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.৬।

আপনার মন্তব্য

আলোচিত