সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৫ ২১:৫৭

জরিমানার মুখে অ্যাপল

বড় ধরনের জরিমানার মুখে পড়ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

পেটেন্ট-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ায় মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের পেটেন্ট করা মাইক্রো চিপ নিজেদের পণ্যে ব্যবহার করার কারণে ৮৬ কোটি ২০ লাখ ডলার জরিমানা দিতে হবে মার্কিন প্রতিষ্ঠানটিকে।

আইফোন ফাইভ এস, আইফোন সিক্স ও সিক্স প্লাসে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের পেটেন্ট করা মাইক্রো চিপ ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের পেটেন্ট করা মাইক্রো চিপ নিজেদের পণ্যে ব্যবহার করার কারণে ৮৬ কোটি ২০ লাখ ডলার জরিমানা দিতে হবে মার্কিন প্রতিষ্ঠানটিকে।

আইফোন ফাইভ এস, আইফোন সিক্স ও সিক্স প্লাসে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের পেটেন্ট করা মাইক্রো চিপ ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এর আগে, ২০০৮ সালে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের বিরুদ্ধেও একই পেটেন্ট নিয়ে মামলা করেছিলো উইসকনসিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত