সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৫ ০২:১৮

হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দেবে অ্যাপ

মোবাইল হারিয়েছে? মোবাইল খুঁজে পাওয়ার অ্যাপ অ্যাপও আছে। কেবল জানতে হবে কিভাবে সে অ্যাপকে কাজে লাগাবেন। আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দেবে একটি অ্যাপ। 

সেরবেরাস অ্যান্টি থেফট অ্যাপ দিয়ে আপনার চুরি যাওয়া মোবাইল খুঁজে পাওয়া সম্ভব। এটি শুধু একটি ফোন ফাইন্ডার অ্যাপ্লিকেশনই নয়, এটি একই সঙ্গে চোরকে শনাক্ত এবং আপনার তথ্যাদি নিরাপদে রাখার জন্য একটি সম্পূর্ণ সমাধান।

অ্যাপটি তিনটি উপায়ে আপনাকে নিরাপত্তা দেবে। ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ (www.cerberusapp.com), মেসেজের মাধ্যমে নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় অ্যালার্ম।

রিমোট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে আপনি পারবেন চুরি যাওয়া ফোনটির ডিভাইসের বর্তমান স্থান শনাক্ত, একটি কোডের মাধ্যমে ডিভাইসটি লক, সজোরে অ্যালার্ম বাজাতে (ডিভাইসটি সাইলেন্ট করা থাকলেও) পারবেন।

মেসেজ পাঠাতেও পারবেন যা আপনার ডিভাইসের ডিসপ্লেতে স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। চোরকে শনাক্ত করতে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ছবি, স্ক্রিনশট, এমনকি ভিডিও রেকর্ডও করতে পারবেন।

এছাড়া ফোনের সব তথ্য মুছে দিতে, মাইক্রোফোনের মাধ্যমে অডিও রেকর্ড করতে, স্মার্টওয়াচের মাধ্যমে ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকাও যাবে।

অ্যাপটির ট্রায়াল ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত