সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০১৫ ১৯:০৮

ভাইবার-হোয়াটসঅ্যাপ সাময়িকভাবে বন্ধের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

সোশ্যাল সাইট ভাইবার-হোয়াটসঅ্যাপ সাময়িকভাবে বন্ধ করার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইবার ক্রাইম প্রতিরোধে প্রয়োজনে এ পদক্ষেপ নেওয়া হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ সদস্য হাজী মো. সেলিম প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সাইবার ক্রাইম বন্ধে ভাইবার-হোয়টসঅ্যাপ বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য, জঙ্গিবাদ দমন করার জন্য এবং সাইবার ক্রাইম বন্ধে প্রয়োজন হলে কিছুদিনের জন্য ভাইবার-হোয়াটস আপ বন্ধ রাখা হবে। কারণ কোন প্রকার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। দেশের মানুষের শান্তির জন্য যা করা প্রয়োজন তাই করা হবে।’

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ যখন প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছে তখন এক শ্রেণীর লোক প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে ক্রাইম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, যারা বিএনপি-জামায়াতপন্থি তারাই এ ধরনের কাজে জড়িত।’ যারা এ ধরনের অপরাধে জড়িত তাদেরকে ধরিয়ে দিতে সব সাংসদ, সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি।

তবে যোগাযোগের প্রযুক্তিগত এ সুবিধাটি সাময়িকভাবে বন্ধ করার কথা বললেও স্থায়ীভাবে বন্ধ করার কোনো কথা জানাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত