সিলেটটুডে ডেস্ক

১২ নভেম্বর, ২০১৫ ১৬:১৮

বর্ণবাদের অভিযোগে ক্ষমা চাইল অ্যাপল

অস্ট্রেলিয়ায় অ্যাপলের একটি দোকান থেকে ছয় স্কুলছাত্রকে বেরিয়ে যেতে বলার পর সেই ঘটনায় এবার দু:খ প্রকাশ করেছে অ্যাপল কোম্পানি। ওই ছাত্ররা ঘটনাটিকে বর্ণনা করেছেন বর্ণবাদী আচরণ হিসেবে। এই ছাত্ররা সবাই ছিল কালো বর্ণের।

বিবিসি জানিয়েছে, মেলবোর্নের হাইপয়েন্ট শপিং সেন্টারের ওই সময়কার ফুটেজ ছড়িয়ে পড়ার পর মার্কিন তথ্য প্রযুক্তি খাতের বড় এই প্রতিষ্ঠানটিকে ঘিরে সামজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রীয়া দেখা যায়।

ওই ভিডিও ফুটেজে ছাত্রদের বেরিয়ে যেতে বলা হয় কারণ “তারা নিশ্চিতভাবে কিছু চুরি করতে পারে” এই সন্দেহে। ভিডিওতে একজন কর্মীকে এমন মন্তব্য করতে শোনা যায়।

অ্যাপল বলছে, বিক্রয়কেন্দ্রটির ম্যানেজার এ বিষয়ে ছাত্রদের এবং তাদের স্কুলের প্রিন্সিপালের কাছে দু:খ প্রকাশ করেছেন। ফ্রান্সিস ওসি নামে যে ছাত্রটি এই ভিডিওচিত্র ধারণ করেছে, ফেসবুকে সে লিখেছে “এটা নেহায়েতই বর্ণবাদ”।

মোহামেদ সেমরা নামে আরেকজন ছাত্র ফেসবুকে লিখেছে, “তারা ক্ষমা চেয়েছে, ব্যস মিটে গেল। এ নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই”।

ফেসবুকে ভিডিওটি অর্ধ লক্ষাধিক বারের বেশি দেখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত