সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৫ ০০:১২

সরকারের গোয়েন্দা নজরদারি তথ্য জানিয়ে দেবে ফেসবুক!

ফেসবুকের আইডির মালিক ছাড়া অন্য কেউ, এমনকি হতে পারে দেশের সরকার কর্তৃক কোন তথ্য চুরির চেষ্টা করা হলে সেটা সংশ্লিষ্ট আইডির মালিককে জানিয়ে দেবে ফেসবুক। এজন্যে তারা সতর্কতামূলক নোটিফিকেশন পাঠাবে সে ব্যবহারকারীকে।

ফেসবুকের চিফ সিকিউরিটি অফিসার অলেক্স স্টেইমাস ফেসবুক ব্লগে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি লিখেন, ‘কেউ যদি আপনার ফেসবুক অ্যকাউন্ট থেকে তথ্যু চুরি করার চেষ্টা করে, সেটা হোক কোনো গোষ্ঠী কিংবা সরকার; আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। আর এটি আজ থেকেই শুরু হবে।’

তবে ফেসবুক থেকে তথ্য চুরি কিংবা কেউ হ্যাক করার চেষ্ট করছে এটা ফেসবুক কিভাবে নিশ্চিত হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি।

এর আগেও গোয়েন্দাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার কথা উল্লেখ করে স্টেইমাস বলেন, ‘আমরা আগেও তথ্য চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছি। তবে এ কাজটি আমরা কিভাবে করে থাকি সেটা বলতে পারবো না।’

‘আমরা কেবল এই সতর্ক বার্তা তখনই দেবে যখন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকবে কেউ আপনার তথ্য চুরির চেষ্টা করছে।’

অ্যাকাউন্ট থেকে সরকার কিংবা অন্য কেউ তথ্য চুরি করতে চাইলে ফেসবুক থেকে এমন একটি নটিফিকেশন আসবে।

আপনার মন্তব্য

আলোচিত