অনলাইন ডেস্ক

২৬ মে, ২০১৭ ০৯:১৯

৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সংযোজিত ফোন নিয়ে এলো শাওমি

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি শক্তিশালী ব্যাটারির ফ্যাবলেট ঘরানার একটি ফোন উন্মুক্ত করেছে। ফোনটির মডেল শাওমি মি মিক্স ২। এতে ৬.৪৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

দুইটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। একটি ৬৪ জিবির অন্যটি ১২৮ জিবির। চীনের বাজারে ৬৪ জিবি মেমোরির ফোনটির মূল্য ১৬৯৯ ইয়েন। ১২৮ জিবির মূল্য ১৯৯৯ ইয়েন ।

ইউনিবডি ডিজাইনে তৈরি এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

ফোনটিতে আছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন  ১০৮০x১৯২০ পিক্সেল।

অ্যানড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস রয়েছে।

শাওমি মি মিক্স ২ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর আছে। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ১২ মেগাপিক্সেলে রিয়ার ক্যামেরা আছে। এই ক্যামেরায় সনি আইএমএক্স৩৮৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও কলিং ফিচার সমৃদ্ধ ফোনটিতে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত