সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৭ ২১:১৯

নিবন্ধিত হলো ‘আমার এমপি ডট কম’

জাতীয় সংসদ সদস্যদের ডিজিটাল মাধ্যমে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার প্রকল্প ‘আমার এমপি ডট কম’ সরকারি নিবন্ধন পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬১ সালের স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজি. ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪(৩) ধারার অধীনে ‘আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা’কে, ২০১৭ এর ৩০ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, হবিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হামদুল করিমের স্বাক্ষরে ও সরকারি সিলমোহরে নিবন্ধন করা হয়েছে। নিবন্ধন নম্বর হবি-৭২৪/২০১৭ খ্রি.।


আমার এমপি প্রকল্পের সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট সুশান্ত দাস গুপ্ত জানান, এমপিরা জনগণের প্রতিনিধি এ বোধটুকু জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে পরিপূর্ণভাবে সঞ্চারিত করতেই মূলত আমার এমপি ডটকমের যাত্রা। ইতোমধ্যেই বেশ কিছু সংসদ সদস্য এই ওয়েবসাইটে জনগণের করা প্রশ্নের উত্তর করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত