সিলেটটুডে প্রযুক্তি ডেস্ক

১৭ মে, ২০১৫ ১৪:৫৬

দ্রুত চার্জ করুন স্মার্টফোন

দৈনন্দিন সাধারণ কথোপকথন থেকে শুরু করে ভিডিও কল, ছবি শেয়ারিং, ইমেইল আদানপ্রদান এমনকি অফিসের প্রয়োজনীয় কাজ সারার প্রয়োজনীয় একটি ডিভাইস হয়ে উঠেছে মোবাইল ফোন।

যোগাযোগের এই সহজ ও জনপ্রিয় মাধ্যমটির সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস হলো স্মার্টফোন। তবে হাতে মোবাইল ফোন থাকলেও তাতে যদি চার্জ না থাকে তাহলে তো সবই গেলো!

তাই মোবাইলে বিশেষ করে স্মার্টফোনে কিভাবে দ্রুত চার্জ দেওয়া যায় তা নিয়েই নিচে আলোচনা করা হলো :

১. দ্রুত চার্জ দেয়ার জন্য চার্জারের সঙ্গে ডিভাইটিকে যুক্ত করার আগে তাতে কোনো অ্যাপস চালু থাকলে তা বন্ধ করে দিতে হবে।

২. মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। স্মার্টফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই সুবিধা পাওয়া যাবে।

৩. কতখানি চার্জ হয়েছে তা বারবার না দেখাটাও ব্যাটারি দ্রুত চার্জ হওয়ার একটা উপায়। তাই তা করা থেকে বিরত থাকতে হবে। এমনটি করলে ডিসপ্লেতে চার্জ নষ্ট হবে।

আপনার মন্তব্য

আলোচিত