সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০১৭ ২২:৩৮

সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হয়েছে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা দেওয়ার পর মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ নির্দেশনার পর সন্ধ্যায় এসিদ্ধান্ত কার্যকর হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার নির্দেশনা কার্যকরের তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ মঙ্গলবার রাতে বলেন, “আদালতের নির্দেশনায় তরঙ্গ ফিরিয়ে দিতে চিঠি দেওয়া হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যেই তারা তরঙ্গ ফিরে পাবে।”

বিটিআরসির কর্মকর্তাদের সিটিসেলে অফিসে গিয়ে তরঙ্গ ফিরিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া করতে হবে না জানিয়ে তিনি বলেন, সিটিসেল কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত চিঠি পাওয়া পরই তাদের তরঙ্গ ফিরে পাবে।

সিটিসেলের তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে মঙ্গলবার নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই সঙ্গে এই অপারেটরের রেডিও ফ্রিকোয়েন্সি লাইসেন্স পুনর্বহালের আদেশও দেওয়া হয়।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানানোর পরদিন আদালতের এই নির্দেশনা আসে।

আপনার মন্তব্য

আলোচিত