সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৭ ১৪:১৬

মোবাইল অপারেটরদের রাত্রিকালীন ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ

মোবাইল ফোন অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের এ বিশেষ ইন্টারনেট অফার বন্ধ রাখতে এ নির্দেশ দেয়া হয়।

সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রোববার মোবাইল ফোন অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী।

রিটকারীরা হচ্ছেন অ্যাডভোকেট সুব্রত বর্ধন এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওসার ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিক।

আপনার মন্তব্য

আলোচিত