সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৮ ০২:৪৩

আইফোন গ্রাহকেরা এখনই পাচ্ছেন না ফোর-জি!

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে।

ফোর-জির কারণে গ্রাহকেরা কী সেবা পেতে যাচ্ছেন এনিয়ে আলোচনার সময়ে কিছুটা হতাশ হতে হচ্ছে জনপ্রিয় মোবাইল ফোনসেট আইফোন গ্রাহকদের। যখন অন্যান্য হ্যান্ডসেটের গ্রাহকেরা ফোর-জি সেবা উপভোগ করবেন, তখন আইফোনের মালিকদের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। কেননা শুরুতেই ফোর-জি পাচ্ছেন না অ্যাপল ব্যবহারকারীরা।

মুঠোফোন অপারেটর সূত্র জানায়, আইফোনে ফোর-জি সেবা আসতে কিছুটা সময় লাগবে। আর সেটা চার থেকে পাঁচ সপ্তাহ হতে পারে। তার মানে হলো মার্চের শেষের দিকে ফোর-জি সেবা পাবেন আইফোন গ্রাহকেরা। বাংলাদেশের মোবাইল অপারেটরদের সঙ্গে কিছু কারিগরি বিষয় যথাযথভাবে শেষ করতে এ সময় লাগবে অ্যাপলের।

আপনার মন্তব্য

আলোচিত