সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:০৯

৬৪ জেলায় একযোগে রবি’র ফোর-জি

মোবাইল ফোন অপারেটর রবি একযোগে দেশের ৬৪ জেলায় রবি ও এয়ারটেল ব্যান্ড গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবা চালু করেছে।

ফোর-জি লাইসেন্স পাওয়ার একদিন পর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানায় অপারেটরটি। অনুষ্ঠানে ফোর-জি এবং ৪.৫ জি উদ্বোধন করে রবি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ফোর-জি লাইসেন্স পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সেবাটি চালু করে রবি। তবে এটি আনুষ্ঠানিকতা।

রবি সিইও বলেন, এই মুহূর্তে দেড় হাজার ফোর-জি সাইট চালু করেছি। আমরা থেমে থাকবো না। ৪.৫ জি চালু করেছি, এটা অ্যাডভান্সড থাকবে। কাভারেজ হবে নাম্বার ওয়ান। ফের-জি সেবা দেবো থ্রি-জি মূল্যে।

শুধু শহরের লোকজন নয়, ফোর-জি সুবিধা গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে হবে। এই মাসের মধ্যে রিলোকেশন দেখতে পারবেন বলে জানান রবি সিইও।

আপনার মন্তব্য

আলোচিত