সিলেটটুডে অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৮ ১৭:০১

স্ন্যাপচ্যাটের নতুন ফিচার গ্রুপ ভিডিও চ্যাটিং

ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে নতুন ফিচার হিসেবে সম্প্রতি চালু হয়েছে গ্রুপ ভিডিও চ্যাটিং। এর মাধ্যমে এখন থেকে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা তাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন।

৩ এপ্রিল এক অফিসিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে স্ন্যাপচ্যাট জানায়, নতুন এই ফিচারটি অবমুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, আজ থেকে আমরা স্ন্যাপচ্যাটে গ্রুপ ভিডিও চ্যাট চালু করতে যাচ্ছি। এখন থেকে আমাদের ব্যবহারকারীরা ভিডিও আইকনটিতে শুধু একটি ক্লিক করে গ্রুপ চ্যাট করতে পারবেন। এই গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে তারা তাদের ১৬ জন পর্যন্ত বন্ধুর সঙ্গে একই সময়ে ভিডিও চ্যাট করতে পারবেন।

ব্লগ পোস্টে কোম্পানিটি আরো জানায়, এই গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে যে কেউ শুধু ভয়েস কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন। যাদের ক্যামেরা নেই তাদের জন্য বিকল্প এই সুবিধাটা রাখা হয়েছে। ব্যবহারকারীরা ভিডিও এবং ভয়েসের মধ্যে যে কোন একটি বেছে নিতে পারবেন।

আরেকটি নতুন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ভিডিও স্টোরি যোগ করে বন্ধুকে ট্যাগ করতে পারবেন। গ্রুপ ভিডিও চ্যাটের এসব সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী চালু হবে।
সূত্র:গেজেটস নাউ

আপনার মন্তব্য

আলোচিত