অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৮ ২২:৪৯

এবার ফিচার ফোনেও ফোরজি কানেকশন

ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ একটি ফিচার ফোন বাজারে আনলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ব্রিটজোর। মেক ইন ইন্ডিয়া স্লোগানে ফিচার ফোনটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এর দাম ৬৪৯ রুপি। এর মডেল ইভো স্পিকার। এটি দেখতে অনেকটা নকিয়ার ৩৩১০ ফোনের মতই।

ভারতের বাজারে এই ফোনটি বিক্রি হচ্ছে স্কিপার নামে। নিম্ন আয়ের এবং বয়স্কদের কথা চিন্তা করে ফোনটি তৈরি করা হয়েছে।

ফিচার ফোন হলে কি হবে এতে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের সুযোগ।

ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। এতে আছে টর্চ লাইট, রেডিও, মিউজিক প্লেয়ার ইত্যাদি। বিল্টইন মেমোরির পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত