অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৮ ১১:৫৯

সাশ্রয়ী দামে বাজারে এলো ক্যাসিও’র স্মার্টওয়াচ

জাপানের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান কেসিও’র প্রো ট্রেক মডেলের স্মার্টওয়াচের নতুন ভার্সন বাজারে আসলো। ডব্লিএসডি-এফ২০এ মডেলের ওয়াচটি এখন ইনডিগো ব্লু কালারে পাওয়া যাবে।

নতুন ভার্সনটি কিছুটা সাশ্রয়ী দামে মিলছে। এর মূল্য ৩৯৯ ডলার। এটি শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে।

ক্যাসিওর নতুন ওয়াচটি গুগলের ওয়ার অপারেটিং সিস্টেম চালিত। এতে রয়েছে জিপিএস এবং ফুল কালার অফলাইন ম্যাপ।

ডুয়েল পিক্সেলের ওয়াচটিতে ১.৩২ ইঞ্চির গোলাকার ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৩২০x৩০০ পিক্সেল। এতে টিএফটি এলসিডি মনোক্রোম ডিসপ্লে সংযোজন করা হয়েছে।

আসুস দাবি করছে তাদের এই ওয়াচে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা এক চার্জে এক মাস চলবে।

ওয়াচটি নিয়ন্ত্রণের জন্য কেসিওর নিজস্ব অ্যাপ রয়েছে। ডিভাইসটি পানিরোধী। ৫০ মিটার গভীর পানিতেও এটি সচল থাকবে। এটি বেশ শক্তপোক্ত।

বিশেষ ফিচার হিসেবে ক্যাসিওর ওয়াচটিতে রয়েছে ডিজিটাল কম্পাস, অ্যাল্টিমিটার, ব্যারোমিটার, অ্যাকটিভিটি ট্রেকার, ডুয়েল লেয়ার এলসিডি এবং মাইক্রোফোন।

আপনার মন্তব্য

আলোচিত