সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০১৮ ১৯:৩৭

কক্ষপথে পৌঁছেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

উৎক্ষেপণের ১০ দিন পর নিজস্ব কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

সোমবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের স্যাটেলাইট কক্ষপথে তার অবস্থান নিয়েছে। সাধারণত স্থিতিশীল হতে ১২দিন সময় নেয়। আমরা আশা করছি দুই-চারদিনের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরো বলেন, কক্ষপথে চূড়ান্তরূপে অবস্থান নেয়ার পর পৃথিবী হতে ৩৬ হাজার কিলোমিটার ওপর দিয়ে চলবে এ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এ উচ্চতায় স্যাটেলাইটটি পৃথিবীর সমান গতিতেই ঘুরবে। মানে পৃথিবীর মতো ২৪ ঘণ্টায় একবার সূর্যকে প্রদক্ষিণ করবে।

এর আগে স্যাটেলাইট নিয়ন্ত্রণে গাজীপুরে স্থাপিত গ্রাউন্ড ষ্টেশনের প্রকৌশলী (পরিচালন) তাজুল ইসলাম জানান, বঙ্গবন্ধু-১ ইতিমধ্যে গ্রাউন্ড ষ্টেশনে সংকেত পাঠাতে শুরু করেছে। এটি গাজীপুর এবং বেতবুনিয়া গ্রাউন্ড ষ্টেশনের পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরো ২ মাস সময় লাগতে পারে।

প্রসঙ্গত, গত ১১ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

ফ্যালকন-৯ এ করে স্যাটেলাইটটি ৩৫৭০০ কিলোমিটার যাবার পর রকেটটি ফিরে এলে পরবর্তী ১০ দিনে স্যাটেলাইটটি ৩০০ কিলোমিটার পর অতিক্রম করে।

আপনার মন্তব্য

আলোচিত