সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০১৮ ১৪:৩৪

ফেসবুকের ট্র্যাকিং বন্ধ করবে অ্যাপল

আইওএস ও ম্যাক অপারেটিং সিস্টেমের পরবর্তী ভার্সনে ফেসবুকের স্বয়ংক্রিয় ওয়েব ট্র্যাকিং বন্ধ করার অপশন রাখবে অ্যাপল।

গত সোমবার (৪ জুন) ফার্মস ডেভেলপার সম্মেলনে অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেদেরিগি এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা এটা বন্ধ করে দেব।’

তিনি বলেন, এ বিষয়ে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নেবে অ্যাপলের সাফারি ওয়েব ব্রাউজার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কর্মকাণ্ড নজরদারি করতে পারবে কি না।

ডব্লিউ ডব্লিউ ডিসি সম্মেলনে ফেদেরিগি বলেন, ফেসবুক ব্যবহারকারীদের ওপর নজরদারি করে অথচ ব্যবহারকারীরা তা জানেন না।

ফেদেরিগি একটি স্ক্রিন এলার্ট ইঙ্গিত করেন। যেখানে লেখা থাকে ‘আপনি কি চান ফেসবুক কুকিজ ব্যবহার করতে এবং ব্রাউজিংয়ের সময় তথ্য নিতে পারবে।’ অ্যাপলের নতুন অপশনে ব্যবহারকারী অনুমতি না দিলে ফেসবুক তথ্য সংগ্রহ করতে পারবে না।

এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা উদঘাটনের চর্চা করছে ফেসবুক।

আপনার মন্তব্য

আলোচিত