সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৫ ০৫:০০

ডাটা সেন্টার নির্মাণ করছে ফেসবুক

যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে সম্পূর্ণ বায়ুচালিত ডাটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সেবা ফেসবুক। নিজের স্ট্যাটাসে প্রতিষ্ঠানটির পঞ্চম ডাটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

তিনি জানিয়েছেন, টেক্সাসের ফোর্থওয়ার্থে নির্মিত হতে যাচ্ছে শতভাগ পুনঃনবায়নযোগ্য শক্তিসাশ্রয়ী ডাটা সেন্টার।

জানা গেছে, প্রায় ১১১ একর জমির ওপর দুই লাখ ৫০ হাজার বর্গফুটের তিনটি বিশাল ভবনে নির্মিত হবে এই ডাটা সেন্টার। যেখানে বায়ুপ্রবাহ শক্তিকে কাজে লাগিয়ে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। যা তথ্যকেন্দ্রটির ১০০ শতাংশ বিদ্যুৎ শক্তির চাহিদা পূরণে সক্ষম হবে।

ইতিমধ্যে ফেসবুক পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফেসবুকের ডাটা সেন্টার অপারেশনের পরিচালক কেন প্যাটচেস জানিয়েছেন, সামাজিক নেটওয়ার্কের ক্রমবর্ধমান বৈশ্বিক অবকাঠামোগত উন্নয়নের সাক্ষ্য বহন করবে ফেসবুকের এই ডাটা সেন্টার।

বিশ্বব্যাপী বিনামূল্যের ইন্টারনেট ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে এই তথ্যকেন্দ্র। ডিওই স্ট্যাটিসটিকস নামের যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থার পরিসংখ্যান মতে, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থাপিত তথ্যকেন্দ্রগুলো প্রায় দ্বিগুণ পরিমাণে বিদ্যুৎ গ্রহণ করছে।

যা ২০১৩ সাল পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রায় ১০ হাজার কোটি কিলোওয়াট ব্যয়ের রেকর্ড করছে। যা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ব্যয়কৃত বিদ্যুৎ শক্তির ২ শতাংশের সমতুল্য। এক্ষেত্রে ফেসবুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদ এবং প্রযুক্তি গবেষকরা।

তবে নির্দিষ্ট কোন তারিখ উল্লেখ না করলেও ২০১৬ সালের শেষ নাগাদ তথ্যকেন্দ্রটি চালু হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত