অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৫৯

হ্যাকারদের কবলে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে চলে গেছে বলে সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে এই তথ্য জানতে পেরেছে ফেসবুক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সামনে এসেছে গত মঙ্গলবার। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে ফেসবুকের পক্ষে এ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত সমস্যা সমাধানের জন্য তদন্তও শুরু করা হয়।

যেসব অ্যাকাউন্ট নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সেসব অ্যাকাউন্টধারীকে শুক্রবার পুনরায় লগ ইন করতে বলেছে ফেসবুক।

ফেসবুক প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস-প্রেসিডেন্ট গে রোজেন বলেন, ত্রুটি সংশোধন করে ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো পুনরায় সেট করা হয়েছে। এছাড়া আরও ৪ কোটি অ্যাকাউন্টকে সাবধান করা হয়েছে।

পাঁচ কোটি অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার এ খবর প্রকাশিত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের মাঝে। অনেকেই এ নিয়ে স্ট্যাটাস দেন। এ ঘটনার প্রভাব পড়ে ফেসবুকের ব্যবসাতেও ৷ হু হু করে নামতে শুরু করে ফেসবুকের শেয়ারের দাম।

আপনার মন্তব্য

আলোচিত