অনলাইন ডেস্ক

০৬ অক্টোবর, ২০১৮ ১৭:৪৭

যেভাবে ব্লুটুথ স্পিকার ব্যবহার করবেন

হালে বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্লুটুথ বা এনএফসি স্পিকার। এই স্পিকারের সুবিধা পেতে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ব্লুটুথ স্পিকার সংযুক্ত করতে হয়। ধাপগুলো অনুসরণ করে ব্লটুথ স্পিকার ব্যবহার করা যাবে।

ব্লুটুথ স্পিকার সংযোগের পূর্বশর্ত:
ডিভাইসটিতে অবশ্যই ব্লুটুথ অপশন থাকতে হবে। ব্লুটুথ স্পিকারে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকতে হবে। স্পিকারটির নাম জানতে হবে।

স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় ধাপ:
প্রথমেই ব্লুটুথ স্পিকারটি অন করে এর পেয়ারিং মোড সচল করতে হবে। স্মার্টফোনের ব্লুটুথ অপশনে গিয়ে ডিভাইসটির জন্য সার্চ করতে হবে। স্মার্টফোনের স্ক্রিনে যখন ব্লুটুথ স্পিকারের নাম ভেসে উঠবে তখন স্মার্টফোনের পেয়ারিং অপশনে ক্লিক করে ডিভাইস দুটির মধ্যে পিয়ারিং করতে হবে।

পিসি বা ল্যাপটপের জন্য প্রয়োজনীয় ধাপ:
ব্লুটুথ স্পিকারটি অন করে পিয়ারিং মোড চালু করতে পাওয়ার বাটন চেপে ধরে রাখতে হবে (ভিন্ন ভিন্ন স্পিকারের পিয়ারিং মোড সচল করার পদ্ধতি ভিন্ন)। সেটিংস অপশনে যেতে হবে এবং ‘ডিভাইসেস’ অপশনে ক্লিক করতে হবে। ‘ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস’ অপশনে ক্লিক করতে হবে। এবার ‘+’ বাটন প্রেস করতে হবে ব্লুটুথ স্পিকার সংযোগের জন্য। এরপর ‘ব্লুটুথ’ অপশন সিলেক্ট করতে হবে। পরবর্তীতে স্পিকারের নামের ওপর ক্লিক করতে হবে ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করার জন্য।

সূত্র: গেজেটস নাউ

আপনার মন্তব্য

আলোচিত