সিলেট টুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৫ ১৮:০৯

বাংলাদেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ

সন্ত্রাসী ও জঙ্গিরা ভাইবার ও ট্যাঙ্গোর মতো অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে বলে দাবি পুলিশের

বাংলাদেশে ইন্টারনেটের জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং ও ভিওআইপি অ্যাপ্লিকেশন ভাইবার ও ট্যাঙ্গো ‘নিরাপত্তাজনিত কারণে’ বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশে রোববার (১৮ জানুয়ারি) ভোররাত থেকে এ দুটি ফ্রি ‘অ্যাপ্লিকেশন’ বন্ধ রাখা হয়েছে বলে ইন্টারন্যাশনাল গেটওয়েগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গোয়েন্দা সংস্থার অনুরোধের ভিত্তিতে এ দুটি সেবা বন্ধ করা হয়েছে।”
তবে ওই কর্মকর্তা গণমাধ্যমে নিজের নাম প্রকাশ করতে রাজি হননি।

তিনি জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রোববার মধ্যরাত পর্যন্ত এ দুটি অ্যাপের সেবা বাংলাদেশে বন্ধ থাকবে। তবে প্রয়োজনের এই সময় আরও বাড়তে পারে।

সুমিত রায় নামের একজন ব্যবহারকারী জানিয়েছেন, সকাল থেকেই তার মোবাইল ফোনে ভাইবার কাজ করছে না।  
সন্ত্রাসী ও জঙ্গিরা ভাইবার ও ট্যাঙ্গোর মতো অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে বলে এর আগেও পুলিশে পক্ষ থেকে বলা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা ফোন কল পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের ওপর নজর রাখতে পারলেও সন্ত্রাসীরা বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক অ্যাপ্লিকেশন ব্যবহার করায় তাদের সনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে।  

আপনার মন্তব্য

আলোচিত