সিলেটটুডে ডেস্ক

০১ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৪

বাংলালিংকের নতুন নম্বর সিরিজ ০১৪

মোবাইল অপারেটর বাংলালিংক মোবাইলের জন্য নতুন নাম্বার সিরিজ এনেছে। তাদের নতুন নম্বর সিরিজ হলো ০১৪।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ সিরিজ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

বাংলালিংক সূত্রে জানা গেছে, ০১৪ সিরিজে ১ কোটি সিম বিক্রি করবে তারা। ০১৯ সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা এনআইডি ভেরিফিকেশন করে বিনামূল্যে ০১৪ সিরিজের সিম সংগ্রহ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, আমরা ফোর-জি এনে ব্যাপক পরিবর্তন এনেছি। এমএনপি এনেছি। নতুন সংযোজন ০১৪ সিরিজ। তিনি টেলকো খাতে লেভেল প্লেয়িং ফিল্ড করার কথা বলেন। আমরা উন্নত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টির চেষ্টা করছি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, বাংলালিংক আরও বড় হোক। বড় হতে সমস্যা হলে বিটিআরসি সহযোগিতা করবে।

বর্তমানে ৩ কোটি ৩০ লাখ গ্রাহক নিয়ে মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক। তারা এর আগে ০১৯ সিরিজের সিম বিক্রি করেছে।

সেপ্টেম্বরে নতুন নম্বর সিরিজে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে ২ কোটি এবং বাংলালিংককে ১ কোটি সিম বিক্রির অনুমোদন দিয়েছে বিটিআরসি।

আপনার মন্তব্য

আলোচিত