অনলাইন ডেস্ক

০৩ জুলাই, ২০১৯ ২২:০০

ফেসবুকের পর ইনস্টাগ্রাম-হোয়াটস অ্যাপ বিভ্রাট

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপে বিভ্রাট দেখা দিয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরের পর থেকেই ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এসব যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঠিকমতো যোগাযোগ রক্ষা করা যাচ্ছে না; মাঝে মাঝে অ্যাকাউন্টেও ঢোকা যাচ্ছে না, ছবিও দেখা যাচ্ছে না।

ডেইলি মেইল বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপের এই বিভ্রাট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে।

অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জাপান, মেক্সিকো, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ অফ্রিকা, উরুগুয়েতেও এই বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের ব্যবহারকারীরাও বিভ্রাটে পড়েছেন। সন্ধ্যার পর থেকেই ফেসবুকে ঢোকা গেলেও তা অত্যন্ত ধীরগতিতে স্ক্রল করা যাচ্ছে; অধিকাংশ স্থানেই পোস্ট করা ছবি দেখা যাচ্ছে না। কোনও তথ্য শেয়ার করতেও সময় নিচ্ছে ফেসবুক।

ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপও।

ডেইলি মেইল বলছে, সার্বিক ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও উত্তর পাওয়া যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

আপনার মন্তব্য

আলোচিত