সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৪৫

লোগো পরিবর্তন করল গুগল

আজ যারা গুগল ব্রাউজ করেছেন তাদের চোখে পড়ারই কথা- গুগল তার লোগো পরিবর্তন করেছে। এবং একই সঙ্গে গুগলের হোমপেজে এসেছে পরিবর্তন।

গুগলে ঢুকলেই দেখা যায় আগের লোগোতে একটা অদৃশ্য হাত এসে মুছে দিচ্ছে এক এক করে সবগুলো বর্ণ। বর্ণগুলো মুছে যাওয়ার পর আবার একে একে বর্ণগুলো লেখা হয় সে হাত দিয়েই।

প্রথমে অস্পষ্ট থেকে পরে স্পষ্ট আকারে তা দেখা যায়। ২০১০ সালের পর গুগলের লোগোতে পরিবর্তন আনল প্রতিষ্ঠানটি।

এর পাশাপাশি গুগল হোমপেজে আগের মেনুবারটিতে সরিয়ে ডানদিকের কোনায় ছোট পরিসরে দেখানো হয়েছে। গুগলের হোম পেজে আরও পরিবর্তনের আভাস দিয়েছে গুগল।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে সব গুগল ব্যবহারকারী এ পরিবর্তিত গুগল সার্চ পেজটি দেখতে পারবেন।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীকে উন্নত সার্চের অভিজ্ঞতা দিতেই এ পরিবর্তন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত