সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৯ ১৮:৫৮

নতুন লুক নিয়ে আসছে ফেসবুক

ফেসবুকের নতুন ডিজাইন

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক নতুন লুক নিয়ে হাজির হচ্ছে। এতে ব্যাপক পরিবর্তন থাকতে পারে। সেই সাথে ফেসবুক হোম পেজের ডিজাইনে আনা হচ্ছে আমূল পরিবর্তন।

সম্প্রতি বাংলাদেশ হতে অনেক গ্রাহকই তাদের নিউজ ফিডে ফেসবুকের এই নতুন ডিজাইনের বেটা সংস্করণ দেখার সুযোগ পাচ্ছেন। ফেসবুক তার সাইটের নতুন ডিজাইন আনার আগে ব্যবহারকারীদের সে ডিজাইন দেখার সুযোগ করে দিচ্ছে।

নতুন ডিজাইনে দেখা গেছে এতে চিরচারিত নীল রঙ এর বদলে সাদা ব্যাবহার করা হয়েছে। তাছাড়া এটি দেখতে অনেকটা ফেসবুক অ্যাপস এর আঙ্গিকে করা হয়েছে।

ডিজাইন ছাড়াও নিরাপত্তার দিকেও নজর দিচ্ছে ফেসবুক। কেননা এর বিরুদ্ধে প্রায়ই উঠছে তথ্য চুরির অভিযোগ ।

ফেসবুক প্রধান জাকারবার্গ বলেন, প্রাইভেট মেসেজ, ছোট সময় থাকা, স্টোরি আর ছোট গ্রুপ অনলাইন যোগাযোগে ভবিষ্যতে দিশা দেখাবে। ব্যক্তিগত চ্যাটে এনক্রিপশন যোগ করে সুরক্ষা করলে গ্রাহক ফেসবুক এ চ্যাট করতে আরও সুরক্ষিত বোধ করবেন।

শুরু থেকেই নানা ডিজাইন ও অভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে এ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি আজকের অবস্থানে এসেছে। এবার দেখার পালা এই নতুন পরিবর্তন ফেসবুকের ব্যবহারকারীরা কিভাবে গ্রহণ করেন।

এ লিঙ্কে যেয়ে একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের নতুন লুক-
https://www.facebook.com/new/

আপনার মন্তব্য

আলোচিত