সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৯ ২০:৫৯

একাধিক সংযোগের কাজ করবে ‘ই–সিম’

অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের কেউ কেউ অতিরিক্ত সিমকার্ড লাগানোর সুবিধা না থাকাকে একটি সমস্যা হিসাবে গণ্য করে থাকেন। তাছাড়া বেশ কিছু ফোনেও এ সমস্যা দেখা যায়। আর এ সকল সমস্যার সমাধান দিতেই এলো ‘ই–সিম’ বা এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল।

অ্যাপল তার ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সিমকার্ডের জায়গা দিতে নারাজ। কেননা এতে কিছু যায়গা নষ্ট হয় যা বাঁচানো গেলে ওই জায়গা অন্য কাজে ব্যবহার করা যাবে। সে জন্যই আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স, এক্সআর, ১১, ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স এ অ্যাপল ই–সিম ব্যাবহার করেছে।

গুগলের পিক্সেলও ২, ৩, ৩ ও ৪ এ সাধারণ প্লাস্টিক সিমকার্ডের পাশাপাশি ই-সিম সমর্থন করে।

সেলফোনে যে প্লাস্টিকের সিমকার্ড ব্যবহার করা হয়, তা সহজেই খোলা ও পরিবর্তন করা যায়। কিন্তু ই-সিম ছোট আকৃতির এমন একটি চিপ, যা মাদারবোর্ডে সরাসরি যুক্ত থাকে। এটি সাধারণ সিমকার্ডের মতো নেটওয়ার্ক সরবরাহকারী কোম্পানির সঙ্গে যুক্ত হয়।

ই–সিম ব্যাবহারের মাধ্যমে প্রয়োজন মতো বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এর জন্য আলাদা সিমকার্ড ব্যাবহারের প্রয়োজন নেই।

তবে ই-সিম এখনো প্রাথমিক পর্যায় আছে বলা যায়। দিন দিন এর ব্যবহার বাড়বে আশা করা যায়।

আপনার মন্তব্য

আলোচিত