সিলেট টুডে ওয়েব ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৫ ২১:৪৬

উইন্ডোজ-১০ থাকবে ইনবিল্ট স্কাইপ

ডেক্সটপ বা ল্যাপটপে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করলেই আলাদা করে আর স্কাইপ ডাউনলোড করতে হবে না


মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ইন্টিগ্রেটেড স্কাইপ৷ ডেক্সটপ বা ল্যাপটপে মাইক্রোসফটের নতুন  অপারেটিং সিস্টেম ইনস্টল করলেই আলাদা করে আর স্কাইপ ডাউনলোড করতে হবে না বলে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে৷ শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই সহজেই অডিও বা ভিডিও কলের মাধ্যমে কথা বলা যাবে বলে জানা গেছে৷ শুধু ভিডিও কল নয় চ্যাটও করতে পারবেন ব্যবহারকারীরা৷
এছাড়া উইনডোজ -৮ বিল্ট-ইন মেসেজিং অ্যাপও নয়া রূপে ফিরছে উইন্ডোজ-১০৷ উইন্ডোজ-৮ বিল্ট-ইন মেসেজিং অ্যাপ নিয়ে অসুবিধার সন্মুখীন হয় ব্যবহারকারীরা৷ এমন কি মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে স্মার্টফোনগুলিতে উইন্ডোজ-১০ ইনস্টল করলে সেখানেও বিল্ট-ইন স্কাইপের সুবিধা থাকবে৷যার সাহায্যে মেসেজও করা যাবে বলে জানানো হয়েছে৷


আপনার মন্তব্য

আলোচিত