সিলেট টুডে ওয়েব ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৫ ০১:১২

ইন্টারনেট বিশ্বেও চীনই প্রথম

সার্বিক জনসংখ্যার নিরিখে যেমন, তেমনই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারেও বিশ্বের প্রথম দেশ হতে চলেছে চীন।


সার্বিক জনসংখ্যার নিরিখে যেমন, তেমনই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারেও বিশ্বের প্রথম দেশ হতে চলেছে চীন। ২০১৪-র শেষেই চিনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ। গত জুন থেকে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর খাতায় নাম লিখিয়েছে এক কোটি ছয় লক্ষ চিনা নাগরিক। চীনা নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে জিন জিয়ান বলেছেন, “চীনের বর্তমান মোট জিডিপির সাত শতাংশই ইন্টারনেট সার্ভিস বাবদ আয়। গত চার মাসে তা ৩.৩ শতাংশ বেড়েছে।” সেদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীই বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট সেবা ব্যবহার করে।

তবে গত মাসেই প্রথমে গুগল পরিষেবার উপর কোপ ও সেইসঙ্গে আরও নানা সরকারি নিষেধাজ্ঞায় চিন্তিত চীনা ইন্টারনেট ব্যবহারকারীরা।


আপনার মন্তব্য

আলোচিত